অপরিচ্ছন্নতার দায়ে মাওয়ার ২ রেস্টুরেন্টকে জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশের প্রমান পাওয়ায় মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় অবস্থিত প্রজেক্ট হিলসা রেষ্টুরেন্টকে তিন লাখ ও লিফ লাউঞ্জ রেষ্টুরেন্টকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার(১৮ জানুয়ারি) দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান ও জেলা নিরাপদ খাদ্য অফিসার মারুফা হকের নেতৃত্বে মাওয়া ঘাট সংলগ্ন প্রজেক্ট হিলসা ও পদ্মা সেতু উত্তর টোল প্লাজা সংলগ্ন লিফ লাউঞ্জে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় রেষ্টুরেন্ট দুটিতে অভিযান চালিয়ে অপরিচ্ছন্নতার প্রমান পাওয়ায় এবং লেবেলহীন বিভিন্ন খাদ্যপণ্য ব্যবহারের দায়ে প্রজেক্ট হিলসাকে তিন লাখ ও লিফ লাউঞ্জকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

মুন্সিগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার মারুফা হক জানান, অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশ ও লেবেলহীন খাদ্যপণ্য ব্যবহারের দায়ে দুইটি রেষ্টুরেন্টকে নগদ অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে।

তিনি আরও জানান, জরিমানার পাশাপাশি ভবিষ্যতে ভোক্তার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রেষ্টুরেন্ট দুটিতে কর্মরত খাদ্যকর্মীদের ফুড সেফটি ম্যানেজমেন্ট এর উপর প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে।