অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ব্যয় করতে হবে, তবে প্রয়োজন বুঝে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক বৈঠকে তিনি এসব বলেন। এসময় অপচয় বন্ধ করে সরকারি ব্যয়ে প্রকল্প বাস্তবায়নের পরামর্শও দিয়েছেন। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী। এসময় তিনি জানান, ইভিএম প্রকল্প এখনও প্রক্রিয়াধীন, অনুমোদন কবে হবে তা সুনির্দিষ্ট হয়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রীও কিছু জানতে চাননি।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, নানা সংকটের মধ্যেও রপ্তানি-রেমিট্যান্স বেড়েছে, শুধু রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই।