আওয়ামী লীগ সরকার রেখে সংকট নিরসন সম্ভব নয়:খন্দকার মোশাররফ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন যে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত না করে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়। রবিবার (২৫ ডিসেম্বর) রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, “বিএনপির ১০ দফা দাবির একমাত্র লক্ষ্য বর্তমান সরকারের হাত থেকে দেশবাসীকে রক্ষা করা।”

গত ৯ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে গ্রেপ্তারের পর থেকে দলের প্রধান মুখপাত্রের ভূমিকায় রয়েছেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, “সারাদেশে মানুষ এখন গণতন্ত্র পুনরুদ্ধার, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অর্থনীতি পুনরুজ্জীবিত করার কথা বলছে।”

তিনি আরো বলেন

“দেশের আর্থ-সামাজিক, অর্থনৈতিক ও বিচার ব্যবস্থা এখন ধ্বংস হয়ে গেছে। যারা ১৪ বছর ধরে বলপ্রয়োগ করে ক্ষমতায় রয়েছে, তাদের অবশ্যই ক্ষমতাচ্যুত করতে হবে। সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। অন্যথায়, আমরা এখন যে সংকটের মুখোমুখি হচ্ছি, তা থেকে আমরা বের হতে পারব না;”