আগামীকাল জমিয়তে তালাবায়ে কওমিয়ার উদ্যোগে ২দিন ব্যাপী বার্ষিক প্রতিযোগিতা

পয়গাম ডেস্ক: আপডেট: ২১ডিসেম্বর ২০২২

দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের ছাত্র সংসদ, মুজাহিদে মিল্লাত আল্লামা শামছুদ্দীন কাসেমী রহ. প্রতিষ্ঠিত, জমিয়তে তালাবায়ে কওমিয়া -এর উদ্যোগে আগামী ২২-২৩ ডিসেম্বর ২০২২ইং (বৃহস্পতি ও শুক্রবার) ২দিন ব্যাপী বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ইলম অর্জনের পাশাপাশি ইলমের প্রচার-প্রসার ও দেশ জাতির কল্যাণে ছাত্রদেরকে যোগ্য করে গড়ে তুলতে ১৯৭৮ সালে মুজাহিদ মিল্লাত আল্লামা শামছুদ্দীন কাসেমী রহ. জামিয়া আরজাবাদে ছাত্র সংসদ প্রতিষ্ঠা করেন। ছাত্রদের মেধার বিকাশে মাসিক আরবি বাংলা দেয়ালিকা, বক্তৃতা অনুষ্ঠান, সাহিত্য মজলিস, ভাষা প্রশিক্ষণ কোর্স ও বিভিন্ন বিষয়ভিত্তিক অনুষ্ঠান আয়োজনে জমিয়তে তালাবায়ে কওমিয়ার দীর্ঘ ৪৪ বছরের পথচলা অব্যহত রয়েছে। 

দুইদিন ব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠানে ১৩টি বিষয়ের উপর ৪০টি গ্রুপে ৫১৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে।

২৩ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬.৩০ মিনিটে জামিয়া প্রাঙ্গণে পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হবে।

মাওলানা আনোয়ার জামসেদ -এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, শায়খুল আরব ওয়াল আজম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী রহ. -এর দৌহিত্র হযরত মাওলানা সাইয়্যিদ হাসান আসজাদ মাদানী  ও বিশেষ অতিথি হিসেবে মাওলানা বাহাউদদীন যাকারিয়া উপস্থিত থাকবেন।

এ ছাড়াও বরেণ্য উলামায়ে কেরাম, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

আপডেট