আগামীকাল জমিয়তের সংবাদ সম্মেলন

পয়গাম ডেস্ক :

জাতীয় শিক্ষা কারিকুলামে বিজাতীয় আগ্রাসন বন্ধ, অনৈসলামিক বিষয়গুলো বাতিল এবং পাঠ্যপুস্তক বোর্ডে বিশেষজ্ঞ আলেমদের যুক্ত করার দাবীতে আগামীকাল ০৬ ফেব্রুয়ারি, সোমবার দুপুর ১২ টায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ -এর পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

উল্লেখ: নতুন শিক্ষাক্রম ২০২৩ সালে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে যে পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে এতে ইসলামী বিশ্বাস, আদর্শ, ইতিহাস ও ঐতিহ্যকে পাশ কাটিয়ে ভিনদেশী কৃষ্টি-কালচার তুলে ধরা হয়েছে। নতুন এ পাঠ্যপুস্তকে বেহায়াপনা, নির্লজ্জতা, নগ্ন মূর্তি, ভাস্কর্য ও নগ্ন ছবি দিয়ে ভরপুর। এমনকি মিথ্যা, কল্পিত ও বিতর্কিত বিবর্তনবাদসহ কুরআন সুন্নাহ বিরোধী বহু বিষয় এগুলোতে রয়েছে। ইসলাম নিয়ে সূক্ষ্ম ষড়যন্ত্রের লিপ্ত হয়েছে । এতে নৈতিকতা শিক্ষার কোনো ব্যবস্থা নেই এবং আদর্শ মানুষ গঠনের কোন সম্ভবনা নেই৷