পয়গাম ডেস্ক :
আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২
১৭ ডিসেম্বর-২২, শনিবার সকাল ৯টা কাজী বশির মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.) ঘোষিত হেফাজতের ১৩ দফা বাস্তবায়ন, কারাবন্দী হেফাজত নেতাকর্মীদের দ্রুত মুক্তি, জাতীয় শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষা সঙ্কোচনের প্রতিবাদ, পাবলিক পরীক্ষায় ধর্ম বিষয়ে ১০০ নাম্বারের পরীক্ষা বাধ্যতামূলক করা এবং জাতীয় শিক্ষা কমিশনে হক্কানী আলেম প্রতিনিধি বাধ্যতামূলক করার দাবিতে আগামীকাল জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সভাপতিত্ব করবেন:-আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী আমীর, হেফাজতে ইসলাম বাংলাদেশ।
আজ (১৬ ডিসেম্বর) শুক্রবার সন্ধ্যায় হেফাজতের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আযহারী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে হেফাজত আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা শায়খ সাজিদুর রহমান বলেন, আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি থেকে সম্মেলন করার অনুমতি পেয়েছি। ইতিমধ্যে আমরা হলরুমে বুকিং ও দাওয়াতি কার্যক্রমসহ সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। ইনশাআল্লাহ আগামীকাল যথাসময়ে সম্মেলন অনুষ্ঠিত হবে।