বাংলাদেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ সংস্থা আল-হাইয়াতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে দাওরায়ে হাদীসের (তাকমীল) কেন্দ্রীয় পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল (০৫ মার্চ) রবিবার থেকে। ১০দিন চলবে এ পরীক্ষা।
২৩ শা‘বান ১৪৪৪ হিজরী, ১৬ মার্চ ২০২৩ তারিখ, বৃহস্পতিবার পরীক্ষা শেষ হবে।
৮ মার্চ বুধবার (মুতাবিক ১৫ শা‘বান) এবং ১০ মার্চ শুক্রবার (মুতাবিক ১৭ শা‘বান) পরীক্ষা বন্ধ থাকবে।
প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে এবং ১২.৩০ মিনিটে শেষ হবে।
০৫ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত যথাক্রমে বুখারী শরীফ-২, মুসলিম শরীফ-১, মুসলিম শরীফ-২ বুখারী শরীফ-১, তিরমিযী শরীফ-১, আবু দাঊদ শরীফ, নাসায়ী ও ইবনে মাজাহ শরীফ, তিরমিযী শরীফ-২ ও শামায়েলে তিরমিযী, তহাবী শরীফ ও মুওয়াত্তানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।