আগামীকাল বাবুনগরের শতবার্ষিকী

পয়গাম ডেস্ক :

আগামীকাল ৪ জানুয়ারি রোজ বুধবার থেকে শুরু হতে যাচ্ছে, বাংলার প্রাচীনতম ইসলামী বিদ্যাপীঠ জামিয়া আজিজুল উলুম বাবুনগরের ৪,৫,৬ তিনদিন ব্যাপী  শতবার্ষিকী মাহফিল। ইতিমধ্যে মাদরাসা কতৃপক্ষ মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।

আগামীকাল সকাল থেকেই শুরু হবে এই বরকতি মজলিস। শতবার্ষিকী এই বরকতি মজলিসকে সামনে রেখে জামিয়ার কতৃপক্ষ আমন্ত্রণ জানিয়েছে দেশ ও বিদেশের প্রসিদ্ধ আলেমেদ্বীনদের।  ইতিমধ্যে দেশের বাহির থেকে বেশ কয়েকজন মেহমান রওনা হয়েছেন বলে জানা গেছে।

শতবার্ষিকী মাহফিলে উপস্থিত হবেন বিশ্ব বিখ্যাত মাদারিসে ইলমি, দারুল উলূম দেওবন্দের সম্মানিত মোহতামিম, হযরতুল আল্লাম মাওলানা আবুল কাসেম নোমানী দামাত-বারকাতুহুম। এছাড়াও ভারত, পাকিস্তান, সৌদি আরব, ইংল্যান্ড, বাহরাইন সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের খ্যাতিমান ওলামা-মাশায়েখগনকে আমন্ত্রণ জানিয়েছে জামিয়া কতৃপক্ষ।

উক্ত শতবার্ষিকী মাহফিলকে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমীর ও জামিয়া বাবুনগরের মহা-পরিচালক মুজাহিদে মিল্লাত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী দামাত-বারকাতুহুম।