আগামীকাল শুরু হচ্ছে জামিয়া আরজাবাদের বার্ষিক প্রতিযোগিতা 

দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ পরিচালিত ও মুজাহিদে মিল্লাত আল্লামা শামছুদ্দিন কাসেমী  রহ. প্রতিষ্ঠিত জমিয়তে তালাবায়ে কওমিয়া (ছাত্র সংসদ)-এর উদ্যোগে আগামী ১৪,১৫ ও ১৬ ডিসেম্বর  ২০২৩ (বৃহস্পতি, শুক্রবার ও শনিবার) তিন দিনব্যাপী বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এ প্রতিযোগিতা অনুষ্ঠানে ১৪টি বিষয়ের ওপর ৪২টি গ্রুপে ৫১৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন। ১৬ ডিসেম্বর  (শনিবার) ২০২৩ ঈ. বাদ মাগরিব  জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদ্রাসা প্রাঙ্গণে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হবে।

মাওলানা আনোয়ার জামশেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জামিয়া আরজাবাদের প্রিন্সিপাল ও ছাত্র সংসদের উপদেষ্টা মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলাম, বিশিষ্ট লেখক ও মুহাদ্দিস মাওলানা যাইনুল আবিদীন, বিশিষ্ট লেখক মাওলানা শরীফ মুহাম্মদ ও কবি লেখক গবেষক মাওলানা মুসা আল হাফিজ। এ  ছাড়াও বরেণ্য উলামায়ে কেরাম, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।