আগামীকাল ৩০ ডিসেম্বর ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সম্মেলন, প্রস্তুতি সম্পন্ন

পয়গাম ডেস্ক : আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২

ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল আগামী (৩০ ডিসেম্বর) শুক্রবার মতিঝিলস্থ ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। 

দীর্ঘদিন পর রাজধানীতে সম্মেলন আয়োজন করায় দেশব্যাপী নেতাকর্মীদের মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। 

সংগঠন সূত্রে জানা যায়, ইতিমধ্যেই সারাদেশে ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালিত হয়েছে। ঢাকা মহানগরীর ৪ শাখাকে সেচ্ছাসেবকের দায়িত্ব দেয়া সহ সম্মেলনের যাবতীয় কাজ প্রায় সম্পন্ন। একই হলে দুইটি আলাদা অধিবেশনে সকাল ৯টা থেকে কেন্দ্রীয় সদস্য সম্মেলন ও বাদ জুমা নির্ধারিত কাউন্সিলরদের উপস্থিতিতে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সারাদেশ থেকে আগত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নির্বাচিত হবে আগামীর পূর্ণাঙ্গ কমিটি। 

এছাড়াও সম্মেলনের সফলতা কামনায় সাবেক ছাত্র জমিয়তের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ বিশেষ এক ভিডিও বার্তায় সম্মেলন সফলের আহবান জানিয়েছেন। 

সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য নির্ধারিত সেচ্ছাসেবক, আইনশৃঙ্খলা বাহিনী, ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এখলাছুর রহমান।

বার্তা প্রেরক : মুহাম্মদ নূর হোসাইন

প্রচার ও প্রকাশনা সম্পাদক