৩১ ডিসেম্বর রবিবার রাত ৯ টা (ইউ.এ.ই) রাত ৮ টা (কাতার) রাত ১১ টা (বাংলাদেশ)ইউ.এ.ই জমিয়তের কাউন্সিল অধিবেশন জুম মিটিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
কাউন্সিলে সভাপতিত্ব করবেন: মাওলানা জহির উদ্দীন দরবস্তী,আহ্বায়ক – আরব আমিরাত জমিয়ত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, সিনিয়র যুগ্ম-মহাসচিব সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
বিশেষ অতিথি:মাওলানা আবু আফিফা আতিকুর রহমান,সাধারণ সম্পাদক, কাতার জমিয়ত। প্রধান বক্তা: এইচ.এম. মাসউদ আজহার সাবেক সাধারণ সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ – আরব আমিরাত। দাওয়াতক্রমে: আবদুল আহাদ আল-আতীক সদস্য সচিব – আরব আমিরাত জমিয়ত।