ঐতিহাসিক গোলারটেক ঈদগাহে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আগামী ১ লা জানুয়ারি

পয়গাম ডেস্ক

আগামী ১লা জানুয়ারি (রবিবার) ঐতিহাসিক গোলারটেক ঈদগাহ মাঠে ‘আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আন্তর্জাতিক ক্বিরাত  সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্মেলনে সভাপতিত্ব করবেন জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ-এর প্রিন্সিপাল, বিশিষ্ট গবেষক, ইসলামি চিন্তাবিদ মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। 

সম্মেলনে অংশগ্রহণ করবেন মিসরের বিশ্ববিখ্যাত ক্বারী শায়েখ রা’ফাত হোসাইন , ইরানের বিখ্যাত ক্বারী শায়েখ সাঈদ তুসী , আফগানিস্তানের ক্বারী শায়েখ আব্দুল কাবীর হায়দারী, ভারতের ক্বারী শায়েখ তৈয়ব জামাল মাজাহিরী, আন্তজার্তিক ক্বিরাত সংস্থার সভাপতি প্রখ্যাত ক্বারী আবু রায়হান, ইন্দোনেশিয়ার ক্বারী শায়েখ আব্দুল্লাহ ফিকরী, মালয়েশিয়ার ক্বারী শায়েখ আনোয়ার বিন হাসিনসহ দেশ-বিদেশের আরো অনেকে উপস্থিত থাকবেন। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা ১৪ আসনের মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আগা খাঁন মিন্টু। এ ছাড়াও বিশিষ্ট  উলামায়ে কেরাম, শিক্ষানুরাগী, সমাজসেবক ও ব্যবসায়ীগণ উপস্থিত থাকবেন। 

সম্মেলনে বাদ যোহর থেকে দেশের শীর্ষস্থানীয় ক্বারীগণ ও দেশি-বিদেশি ছাত্ররা ক্বিরাত পড়বেন। আসরের পর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের মূল পর্ব শুরু হবে।