আগামী ১০ ফেব্রুয়ারি জমিয়তের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

পয়গাম ডেস্ক :

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ এর যৌথ সভা অনুষ্ঠিত। আজ ৮ ফেব্রুয়ারী ২০২৩ সকাল ১০ টায় জমিয়ত কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি শাইখুল হাদিস 

আঃ কুদ্দুস কাসিমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি বশিরুল হাসান খাদিমানি ও মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মুফতি নূর মোহাম্মদ কাসিমীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় আগামী ১০ ফেব্রুয়ারি শুক্রবার জাতীয় শিক্ষা কারিকুলামে বিজাতীয় আগ্রাসন বন্ধ, অনৈসলামিক বিষয়গুলো বাতিল এবং পাঠ্যপুস্তক বোর্ডে বিশেষজ্ঞ আলেমদের যুক্ত করার দাবীতে বায়তুল মোকাররম উত্তর গেইটে জমিয়তের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল ব্যবস্থাপনার যাবতীয় পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতী মকবুল হোসাইন কাসেমী,  দক্ষিণ জমিয়তের সভাপতি মাওলানা আবদুল কুদ্দুস কাসেমী, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা তাজুল ইসলাম আশরাফী, মাওলানা তোফাজ্জুল হুসাইন,মুফতী আনিসুর রহমান  মাওলানা নুরুল আলম ইসহাকী, মাওলানা শহীদ উল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আবু বকর, মাওলানা আবু সাঈদ, মাওলানা আহমদ শফী, মাওলানা আলী আহমদ কাসেমী,, মুফতী আহমদুল্লাহ হামিদী, মাওলানা খন্দকার ফখরুদ্দীন হোসাইনী, মাওলানা হাসান আহমদ, মুফতী তাহির সাঈদ, মাওলানা  বুরহান, মাওলানা শরীফুল ইসলাম , মাওলানা হাসনাইন, মাওলানা হাফিজুর রহমান প্রমূখ।

সভা শেষে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে হতাহতদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি মাওলানা আবদুল কুদ্দুস কাসেমী।