আগামী ৯ ডিসেম্বর  হাটহাজারী মাদরাসার বার্ষিক ইসলামি মহাসম্মেলন

পয়গাম ডেস্ক :

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২,১৬:৫৯

বাংলাদেশের সর্ব বৃহৎ ও প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বার্ষিক ইসলামি মহাসম্মেলন ও শিক্ষার্থীদের দস্তারবন্দী (সমাবর্তন) সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ৯ ডিসেম্বর, শুক্রবার বার্ষিক মাহফিল ও শিক্ষার্থীদের দস্তারবন্দী সম্মেলনকে কেন্দ্র করে শিক্ষার্থী ও দেশের সর্বস্তরের ধর্মপ্রাণ জনতার মধ্যে খুশির আমেজ বিরাজ করছে । এছাড়া ওইদিন এশারের নামাজের পর বিগত ২০২০-২১ সালে দাওরায়ে হাদীস সমাপনকারী আড়াই সহস্রাধিক শিক্ষার্থীদেরকে সম্মানসূচক পাগড়ি প্রদান করা হবে।

দারুল উলূম হাটাহাজারী মাদরাসা কর্তৃপক্ষ বিশাল সামিয়ানা, স্টেজ, মেহমানদের অভ্যর্থনা ও আবাসন ব্যবস্থাসহ সম্মেলনের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যেই প্রায় শেষ করেছে। জামিয়া কতৃপক্ষ  উক্ত ইসলামি মহাসম্মেলনে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানরে প্রতি দ্বীনি দাওয়াত দিয়েছেন।