বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মুহতামিম হযরত মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার সভাপতিত্বে ইনআমী জলসা অনুষ্ঠিত হবে।
১০ নভেম্বর ২২ ঈ. বৃহস্পতিবার, বেলা ৩ ঘটিকা জামিয়া আরজাবাদ প্রাঙ্গণে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুর (আঞ্চলিক) শিক্ষা বোর্ডের অধীনে ৪র্থ ও ৫ম মারকাযী ইমতিহানে মেধা তালিকায় উত্তীর্ণ ৪৫৫ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
২০২১ ও ২০২২ শিক্ষাবর্ষে মুতাওয়াসসিতাহ-১, তাহফীযুল কুরআন ও নাযেরা তিন বিভাগের বালক ও বালিকা শাখায়
১ ম থেকে ১০ম পযন্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার দেওয়া হবে।
২০২১ শিক্ষাবর্ষে * মুতাওয়াসসিতাহ ১-ম : বালক ১৭ জন, বালিকা ৩ জন
* তাহফীযুল কুরআন : বালক ৩৯ জন,বালিকা ৯ জন
* নাযেরা : বালক ৫৭ জন,বালিকা ১৫ জন = মোট ১৪০ জন
২০২২ শিক্ষাবর্ষে : * মুতাওয়াসসিতাহ ১-ম : বালক ১৩ জন,বালিকা ৫ জন
* তাহফীযুল কুরআন : বালক ১০৭ জন,বালিকা ৫ জন
* নাযেরা : বালক ১৭৯ জন,বালিকা ৬ জন = মোট ৩১৫
বোর্ডের সাধারণ সম্পাদক, জামিয়া ইসলামিয়া মাযহারুল উলূম- এর মুহতামিম মাওলানা লোকমান মাযহারি উক্ত ইনআমী জলসায় সকলের প্রতি বিশেষভাবে দাওয়াত দিয়ে প্রোগ্রামে আসার আহ্বান জানান।
ReplyForward |