আজ যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

ঘূর্ণিঝড় মিধিলি অনেকটাই কেটে গেছে। তবুও এর প্রভাব থাকতে পারে শনিবার (১৮ নভেম্বর) ও। ফলে রাজধানী ঢাকাসহ সব বিভাগেই কম-বেশি বৃষ্টি হতে পারে।

শুক্রবার (১৭ নভেম্বর) এমন পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ঢাকায় পূর্ব/উত্তরপূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ১০ থেকে ১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা আকারে ৪০ থেকে ৫০ কিলোমিটার থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, শনিবার দুপুর থেকে ঢাকায় এবং অন্যান্য বিভাগে সন্ধ্যা থেকে বৃষ্টি কমে যাবে। রোববার (১৯ নভেম্বর) উজ্জ্বল সূর্যকিরণ মিলতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, শুক্রবার দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ভোলায় ২৪৯ মিলিমিটার, ঢাকায় বৃষ্টি হয়েছে ৩১ মিলিমিটার।