পয়গাম ডেস্ক :
দেশের ৮১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পাঁচটি পৌরসভায় আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠিতব্য এ পাঁচটি পৌরসভা হলো রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা এবং নাটোরের বনপাড়া। এছাড়া একই দিনে ৪৭টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন এবং ৩৪টি ইউপির বিভিন্ন শূন্য পদে উপনির্বাচনও হবে।
এসব কেন্দ্রে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ইভিএমে ভোট হবে। নির্বাচন সুষ্ঠু-শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছে ইসি।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সহকারী সচিব আশফাকুর রহমান জানান, গত ৩ নভেম্বর কমিশন সভায় নেওয়া সিধ্যান্ত মতাবেক আজ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ইভিএমে ভোট হবে।