ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেছেন, ছাত্রলীগের কর্মীদের ওপর আগে হামলা করা হয়েছে। পরে উপযুক্ত জবাব দেয়া হয়েছে।
তিনি বলেন, এরপর কোটা আন্দোলনকারীরা উস্কানি দিলে রুম থেকে ধরে আনা হবে।
কোটাবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা প্রসঙ্গে তিনি আজ ১৫ জুলাই সোমবার এই কথা বলেন।
এসময় ছাত্রলীগের কর্মীদের ওপর হামলার বিচার দাবি করেন মাজহারুল কবির শয়ন।
রোববার দিবাগত মধ্যরাতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হঠাৎ জড়ো হয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ করে তারা। বিক্ষোভ চলাকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের উপরে ছাত্রলীগ হামলা করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এর জেরে আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।