‘‌আন্দোলনে ব্যর্থ বিএনপি-জামায়াত গার্মেন্টস খাত বেছে নিয়েছে’

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত গার্মেন্টস খাত বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ রোববার এক সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত এখন গার্মেন্টস খাত বেছে নিয়েছে। কাজ বন্ধ রাখতে তাদের উস্কে দিচ্ছে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করতে। তাই মালিকরা বাধ্য হয়ে কিছু গার্মেন্ট বন্ধ রেখেছে। এটা বেশি দিন চলবে না। তাহলে মালিক শ্রমিক সবাই ক্ষতিগ্রস্ত হবে।

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার এখনও চায় বিএনপি নির্বাচনে আসুক। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন করা সম্ভব নয়। নির্বাচনে না এসে তারা যদি এভাবে অবরোধ দিয়ে জ্বালাও পোড়াও করতে থাকে তাহলে তারা দেশের মানুষের রোষানলে পড়বে। আইনশৃঙ্খলা বাহিনীও ব্যবস্থা নেবে।