আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের গেরাশক জেলায় তেলবাহী ট্যাংকারের সাথে বাসের সংঘর্ষে ২১ জন নিহত হয়েছেন। রোববার (১৭ মার্চ) এ ঘটনায় আরও ৩৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, বাস চালক একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ এড়াতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্যাংকারের সাথে ধাক্কা খায়।
ওই তেলবাহী ট্যাংকারটি কান্দাহারের বিপরীত দিক থেকে আসছিলো। এতে বাসের ১৬ যাত্রী, মোটরসাইকেলের ২ যাত্রী এবং ট্যাংকারের ৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
হেলমান্দের এক ট্রাফিক কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনায় তদন্ত অব্যাহত আছে।
উল্লেখ্য, আফগানিস্তানে সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যু দিন দিন বেড়েই চলছে। এরমধ্যে বেশিরভাগ মৃত্যু হাইওয়েতে ঘটছে। (সূত্র: দ্য মিন্ট)