
আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, পূর্ব বা পশ্চিমা দেশগুলো থেকে আসা সতর্কবার্তাকে তিনি ভয় পান না। কান্দাহারে জিহাদিয়াহ মাদ্রাসার একটি অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। তোলো নিউজের বরাতে এই খবর জানা গেছে।
আখুন্দজাদা বলেন, আফগানিস্তানে আসা পশ্চিমা শক্তি স্বেচ্ছায় এ দেশ ছেড়ে চলে যায়নি। বরং আফগানদের প্রতিরোধের মুখে তারা আফগানিস্তান থেকে নিজেদের প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল।
আফগানিস্থানের এই সর্বোচ্চ নেতা আরও বলেন, ‘পূর্ব বা পশ্চিম, যেই আমাদের বিরুদ্ধে দাঁড়াক না কেন, তাতে আমাদের কোনো ক্ষতি হবে না। এটি আমাদের ঈমান, এবং আমরা এই বিশ্বাসের ওপর অটল আছি। পূর্ব বা পশ্চিমের শক্তিগুলো আমাদের কাছে কিছুই নয়। আমরা কি এখন তাদের সংবাদ দেখে ভয় পাব? আমরা কি আল্লাহর প্রতিশ্রুতির প্রতি অবিশ্বাসী হয়ে তাদের কথায় প্রভাবিত হব? কখনোই নয়।’
তিনি আরও বলেন, ‘বর্তমান শাসনব্যবস্থা কোনো দান বা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়নি। এটি আফগান জনগণের সংগ্রামের ফসল। এই শাসনব্যবস্থা সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। এটা আমাদের রক্তের বিনিময়ে, আল্লাহর পথে জিহাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে।’
মাদ্রাসার স্নাতকদের ইসলামী মূল্যবোধ সংরক্ষণে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষক ফজল রহমান ওরিয়া মনে করেন, আফগানিস্তান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে এই বৈরী সম্পর্ক কোনো পক্ষের জন্যই ভালো নয়। তিনি বলেন, ‘পশ্চিমা দেশগুলোর স্বার্থ এবং আফগানিস্তানের জাতীয় স্বার্থের জন্য উভয়পক্ষের আলোচনার মাধ্যমে সমঝোতায় আসা উচিত। এতেই বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সম্ভব।’