আমরা বেকার যুবকদের চাকরি দেব: মাওলানা ফজলুর রহমান

পয়গাম ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেন, আমরা বেকার যুবকদের চাকরি দেব।

২০ নভেম্বর রোববার শিকারপুরে জমিয়তে উলামায়ে ইসলামের সভায় বক্তব্য রাখতে গিয়ে জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান আরো বলেন, ইমরান খান বিশ্বে পাকিস্তানকে নিয়ে ব্যঙ্গ করেছেন, ইমরান খানের এজেন্ডা অসম্পূর্ণ, এজন্য তিনি সরকারের কাছে দাবি জানাচ্ছেন।

তিনি বলেন, পাকিস্তানে রাষ্ট্র বিলুপ্ত করে পশ্চিমা সভ্যতা আনার এজেন্ডা অসম্পূর্ণ, ইমরান খান শোনে রাখুন, জমিয়তে উলেমা-ই-ইসলাম আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে।

তিনি বলেন, ইমরান খানের স্বাধীনতার কথা মাত্র চার-পাঁচ দিনের জন্য, ইমরান খান একটা কথায় লেগে থাকেন না, তিনি দিনে চারবার ভাষা পরিবর্তন করেন।

তিনি আরও বলেন, ইমরান খান বলতেন লাখ লাখ চাকরি দেবেন, অথচ ইমরান খান তিন থেকে চার লাখ যুবককে বেকার করে দিয়েছেন।

জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান আরও বলেন, এখন আমরা বেকার যুবকদের চাকরি দেব, আমাদের আগামী প্রজন্ম ও এই দেশকে বাঁচাতে হবে। এখন আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে।

সূত্র: আসরে হাজির