‘আমার বয়স ইসরায়েল রাষ্ট্রের চেয়ে বেশি’ বলা ফিলিস্তিনি বৃদ্ধা ইসরায়েলি স্নাইপারের গুলিতে নিহত

‘আমার বয়স ইসরায়েল রাষ্ট্রের চেয়ে বেশি’ বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন ফিলিস্তিনি বৃদ্ধা হাদিয়া নাসার। সম্প্রতি ইসরায়েলি স্নাইপাররা ৮০ বছর বয়সী এই বৃদ্ধা নারীকে তার বাড়ির বাইরে গুলি করে হত্যা করেছে।

গাজায় ইসরায়েলি যুদ্ধের শুরুতে হাদিয়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান। ফিলিস্তিনি ফটোসাংবাদিক সালেহ আল জাফরাভির করা একটি ভিডিওতে উপস্থিত ছিলেন তিনি। সাংবাদিক তার আইডি কার্ড ধরে বলেছিলেন, ‘আপনি হাজ্জাহ হাদিয়া ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেছিলেন, এর অর্থ আপনি ইসরায়েলের চেয়ে বয়সে বড়।’

ইসরায়েল সৃষ্টির ৪ বছর আগে জন্ম নেওয়া হাদিয়া জবাবে বলেছিলেন, ‘অবশ্যই , অবশ্যই। আমি এতগুলো বছর ধরে ফিলিস্তিনি ভূমিকে আমার হৃদয়ে ধরে রেখেছি।’

আল জাফরাভির সঙ্গে কথোপকথনের ভিডিওটি প্রকাশ করার পর সবুজ চোখের এই দাদীমা লাখ লাখ মানুষের হৃদয় জয় করে নেন। গত অক্টোবরে তার বাড়িতে ইসরায়েলের বোমা হামলা থেকে বেঁচে গিয়েছিলেন তিনি। তারপর হাসপাতালে ওই সাংবাদিকের সঙ্গে তার দেখা হয়। ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি বিমান হামলায় আহত হাদিয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

৭ ডিসেম্বর, বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া সাইট এক্সে হাদিয়া নাসারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আল জাফরাভি। তিনি লিখেছেন, ‘আপনি শহীদ হয়েছেন। আল্লাহ আপনার প্রতি রহম করুন এবং জান্নাতকে আপনার বিশ্রামের স্থান করুন।’

আল জাজিরা জানিয়েছে, আল জাফরাভির চাচাতো ভাই হাদিয়ার প্রতিবেশী ছিলেন। তিনি বলেছেন, তার সদর দরজার বাইরে একজন ইসরায়েলি স্নাইপার তাকে হত্যা করেছে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুই মাসের বেশি সময় ধরে চলমান ইসরায়েলের এই সামরিক অভিযানের ফলে এ পর্যন্ত ১৭ হাজার ৪৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ৭ হাজার ৭২৯ জন শিশু ছিল।

সূত্র: দ্য নিউ আরব