ইসরাাইলের কারাগার থেকে মঙ্গলবার রাতে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি নাগরিক লামিস মাহের আবু আরকাউব। ২৬ বছর বয়সী এই নারীকে তার দুরা গ্রামবাসী স্বাগত জানান।
২১ দিন আগে তাকে শত্রু সংগঠনের সঙ্গে যোগাযোগ এবং গাজার প্রতি সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে আটক করেছিল ইসরাইলি বাহিনী।
ফিরে আসার পর কান্নায় ভেঙে পড়ে ওই নারীকে জড়িয়ে ধরেন তার বাবা-মা ও ভাতিজারা। নিজের চোখের জল মুছে লামিস তার স্বজনদের আশ্বস্ত করেন যে তিনি ঠিক আছেন আরও শক্তিশালী হয়ে ফিরেছে।