আরজাবাদ মাদ্রাসার এক শিক্ষকের ইন্তেকাল

জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ -এর হিফয বিভাগের স্বনামধন্য ওস্তাদ হাফেজ আব্দুল হামিদ সাহেব ইন্তিকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি দীর্ঘদিন যাবত আরজাবাদ মাদ্রাসায় হিফজ বিভাগে কোরআনের খেদমতে নিয়োজিত ছিলেন।

তিনি ১৯৭৪ সনে ২০শে ফেব্রুয়ারি বাগেরহাট জেলার চিতলমারী থানার খড়মখালী গ্রামে জন্মগ্রহণ করেন ।

বাগেরহাট জেলার মোল্লারহাট থানার জামিয়া হালিমিয়া ইসলামিয়া উদয়পুর মাদরাসায় লেখাপড়ার সূচনা। অত্র মাদ্রাসায় কায়দা থেকে নিয়ে হেফজ সম্পন্ন করেন। অতঃপর ১৯৮৯ সালে বাঁশবাড়িয়া ঝনঝনিয়া ইসলামিয়া মাদরাসায় ইবতিদাইয়্যাহ জামাতে ভর্তি হন। সেখানে ২ বছর পড়ে ১৯৯০ সালে চট্টগ্রামের হামিউস সুন্নাহ মেখল মাদরাসায় ভর্তি হন। নাহবেমীর পর্যন্ত পড়ার পর পারিবারিক সমস্যার কারণে তিনি শিক্ষাজীবনের ইতি টানেন।

কর্মজীবন: ১৯৯৮ সালে ঢাকার কাজীপাড়ায় বাইতুস সালাম হাফিজিয়া মাদরাসায় শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন সূচনা করেন। ৩ বছর সেখানে শিক্ষকতার পর ২০০১ সালে মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়ায় নিয়োগপ্রাপ্ত হন। ২০০৪ সাল পর্যন্ত সেখানে ছিলেন। এরপর ২০০৫ সাল থেকে নিয়ে মৃত্যু অবধি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসায় অত্যন্ত সুনামের সাথে হেফজ বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব আঞ্জাম দিয়ে গেছেন।

মৃত্যুর সময় তিনি ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

তাআলা তাকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন দুনিয়াবি ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে দিন। শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।