আলিবাবা ভেঙে ছয় টুকরা 

চীনের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে পৃথক ছয়টি ইউনিটে ভাগ করার সিদ্ধান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার আলিবাবা গ্রুপ জানিয়েছে, এটি (আলিবাবা) ছয়টি ভিন্ন ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে একটি হোল্ডিং কোম্পানিতে পরিণত হবে। খবর রয়টার্স ও নিউইয়র্ক টাইমসের

এ পুনর্গঠনকে প্রতিষ্ঠানের ২৪ বছরের ইতিহাসে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ সাংগঠনিক ‘সংস্কার’ হিসেবে বর্ণনা করেছে আলিবাবা। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, পুনর্গঠিত প্রতিটি ইউনিটের নিজস্ব প্রধান নির্বাহী ও পরিচালনা পর্ষদ থাকবে, যেন তারা নিজ নিজ প্রতিষ্ঠানের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে।

কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে আলিবাবার প্রধান নির্বাহী ড্যানিয়েল ঝাং বলেন, ‘এই সংস্কারের মূল উদ্দেশ্য হলো আমাদের সংস্থাকে আরও কর্মদক্ষ করা, সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াগুলোকে সংক্ষিপ্ত করা ও দ্রুত প্রতিক্রিয়া জানানোর পরিস্থিতি তৈরি করা।’