আল-আকসা মসজিদে ইসরায়েলিদের তাণ্ডব

অধিকৃত পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গনে তাণ্ডব চালিয়েছে উগ্রপন্থী ইসরায়েলি (ইহুদি) বসতি স্থাপনকারীরা। রোববার ভোরে তারা ওই মসজিদে হামলা চালায়।

ইহুদি বসতি স্থাপনকারীরা যখন এ মসজিদে তাণ্ডব চালাচ্ছিল, তখন ইসরায়েলি পুলিশ তাদের পাহারা দিচ্ছিল।

ওই সময় আল-আকসা মসজিদ প্রাঙ্গনের চারপাশে পুলিশ মোতায়েন করে ইসরায়েল। এ সময় তারা ভিতরে থাকা ফিলিস্তিনি মুসল্লিদের বাইরে বের হয়ে যেতে দেয়নি।

এরপর ইসরায়েলি পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ইহুদি বসতি স্থাপনকারীদের আল-আকসা মসজিদে নিয়ে যেতে শুরু করে।

এর আগে জায়নবাদী দেশটির পুলিশ তরুণ ফিলিস্তিনিদের সকালের নামাজের জন্য আল-আকসা মসজিদ কমপ্লেক্সে প্রবেশ করতে দেয়নি।

যেসব ফিলিস্তিনিকে আল-আকসায় প্রবেশ করতে দেওয়া হয়নি, তারা ওই মসজিদের চারপাশে সকালের নামাজ আদায় করেছিলেন।

এর আগে মঙ্গলবার ও বুধবার ইসরায়েলি বাহিনী পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ কমপ্লেক্সে হামলা চালিয়ে জোরপূর্বক মুসল্লিদের সরিয়ে দেওয়ার পর ফিলিস্তিনি অঞ্চলজুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

ওই মসজিদে ইসরায়েলি হামলার পর গাজা উপত্যকা ও লেবানন থেকে দেশটিতে রকেট নিক্ষেপ করা হয়। রকেট নিক্ষেপের জবাবে ইসরায়েলি সেনারা বিমান হামলা করে তাদের প্রতিশোধ নেয়।

সূত্র : আনাদোলু এজেন্সি