আল–আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর হামলা ইসরায়েলের পুলিশের

পবিত্র রমজান মাসে পবিত্র আল–আকসা মসজিদের ভেতর নামাজরত ফিলিস্তিনি মুসলিমদের বিরুদ্ধে হামলা চালিয়েছে ইসরায়েলের পুলিশ। এ সময় তারা ব্যাপকভাবে শব্দবোমা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বুধবার ফজরের নামাজের সময় এ ঘটনা ঘটে অধিকৃত পূর্ব জেরুজালেমে আল–আকসা মসজিদের ভেতরে। এ সময় কমপক্ষে ৪০০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে ইসরায়েলের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। তাঁদের আতারোত পুলিশ স্টেশনে রাখা হয়।

এএফপি ও আল–জাজিরার খবরে বলা হয়েছে, ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, অন্তত ৪০০ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। অধিকৃত পূর্ব জেরুজালেমের আতারোতের একটি থানায় তারা ইসরায়েলি হেফাজতে আটক রয়েছে। ইসরায়েলের পুলিশ বলছে যে তারা ‘আন্দোলনকারীদের’ সরিয়ে দেওয়ার জন্য প্রবেশ করেছিল। পুলিশের এই পদক্ষেপকে ‘অভূতপূর্ব অপরাধ’ হিসেবে নিন্দা জানিয়েছে হামাস। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।