ইসরায়েলি বাহিনী গাজা শহরের আল-শিফা হাসপাতালে চলমান অভিযানে ২০০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। ২৮ মার্চ, বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে।
সামরিক বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনী এখনও হাসপাতালটিতে অভিযান চালিয়ে যাচ্ছে। এই অভিযানে ২০০ জনের বেশি নাশকতাকারীকে হত্যা করা হয়েছে।
সেনাবাহিনীর দাবি, ইসরায়েলি সেনারা বেসামরিক নাগরিক, রোগী এবং চিকিৎসা কর্মীদের হাসপাতালের অন্য অংশে সরিয়ে নিয়ে গেছে। এই অংশটি যথাযথ চিকিৎসা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য প্রস্তুত এবং প্রতিষ্ঠা করেছে সেনাবাহিনী।
১৮ মার্চ ইসরায়েলি সেনাবাহিনী আল-শিফা হাসপাতালে সামরিক অভিযান শুরু করে। গাজার বৃহত্তম এই চিকিৎসা কেন্দ্রে হাজার হাজার রোগী ছাড়াও ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ৫ মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ৩২ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ৭৪ হাজার ৯০০ জন আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু।
সূত্র: আনাদোলু এজেন্সি