ইউক্রেনের কাছে ১৩টি মিগ-২৯ যুদ্ধবিমান সরবরাহ করার ঘোষণা দিয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগার। এর আগে পোল্যান্ডও ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছিল। ফলে ২৪ ঘণ্টার মধ্যে দুইটি ন্যাটো সদস্য রাষ্ট্র যুদ্ধরত ইউক্রেনে অস্ত্র পাঠানোর কথা জানাল।
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগার ১৭ মার্চ, শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তার সরকার সোভিয়েত যুগের ১৩টি মিগ বহর ইউক্রেনের কাছে হস্তান্তর করবে। এর মাধ্যমে স্লোভাকিয়া ইতিহাসের সঠিক দিকে আছে বলে দাবি করেছেন তিনি।
এর আগে পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেই দুদা জানিয়েছেন, পোল্যান্ড সামনের দিনগুলোতে ইউক্রেনে ৪টি মিগ-২৯ যুদ্ধবিমান পাঠাবে। তবে দেশটি ইউক্রেনে মোট কতটি যুদ্ধবিমান পাঠানোর পরিকল্পনা করেছে তা বিস্তারিত উল্লেখ করেননি তিনি।
এদিকে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে এখনই এ ধরনের সরঞ্জাম দিতে অনাগ্রহী। কারণ তাদের ধারণা এসব অস্ত্র পরবর্তীতে রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাবে। তার পরিবর্তে আপাতত ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে তাদের আগ্রহ দেখা গেছে।
চলতি বছরের জানুয়ারি থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে উন্নতমানের আধুনিক যুদ্ধবিমান দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আসছেন। এরই পরিপ্রেক্ষিতে স্লোভাকিয়া এবং পোল্যান্ড দেশটিতে যুদ্ধবিমান পাঠানোর কথা জানিয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান