ইউক্রেন কে অস্ত্র দিবে যুক্তরাষ্ট্র।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন দক্ষিণ কোরিয়া থেকে অস্ত্র কিনে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্যে দক্ষিণ কোরিয়ার তৈরি ১ লাখ আর্টিলারি শেল কেনার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুমকি দিয়ে জানিয়েছেন ইউক্রেনকে অস্ত্র সরবরাহের অভিযোগে দক্ষিণ কোরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক চিরতরে শেষ।
আর ইউক্রেন কে এই অস্ত্র দেওয়া হবে এ কথা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র।তারা বলেন
১ লাখ রাউন্ড ১৫৫ মিলিমিটার আর্টিলারি শেল কেনার জন্য চুক্তির কাছাকাছি রয়েছে ।
পুতিন বলেন, ‘আমরা সবসময় চেষ্টা করেছি দুই কোরিয়ার মধ্যে শান্তি ফেরাতে আলোচনার উদ্যোগ নিতে। তাদের মস্কোবিরোধী এমন সিদ্ধান্ত উভয়ের মধ্যে বিদ্যমান সম্পর্ককে চিরতরে শেষ করে দিতে পারে।বৃহিস্পতিবার (২৭ অক্টোবর)মস্কোতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন পুতিন ।
দক্ষিণ কোরিয়া নড়েচড়ে বসে রুশ প্রেসিডেন্টের এমন হুমকির কথা শুনে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উন সুক ইয়ল বলেন বিশ্বের অন্যান্য দেশের মতো রাশিয়ার সঙ্গেও দক্ষিণ কোরিয়া সুসম্পর্ক বজায় রাখতে চায়। প্রেসিডেন্ট উন সুক ইয়ল দাবি করেন,
যে মানবিক উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় ইউক্রেনে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে, তার সঙ্গে আমরা একত্বতা প্রকাশ করছি।