ইউক্রেন পুনর্গঠনে ৪১ হাজার কোটি ডলার লাগবে: বিশ্বব্যাংক

রাশিয়া–ইউক্রেনের যুদ্ধ চলছে এক বছর ধরে। এ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেন পুনর্গঠনে আগামী ১০ বছরে ৪১ হাজার ১০০ কোটি (৪১১ বিলিয়ন) ডলার ব্যয় করতে হবে বিশ্বব্যাংককে। সংস্থাটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, এর মধ্যে ৫০০ কোটি ডলার ইউক্রেনের গ্রাম ও শহরগুলো থেকে ধ্বংসস্তূপ সরাতে ব্যয় করতে হবে।

বিশ্বব্যাংকের এ প্রতিবেদন গতকাল বুধবার প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অনুমানের ভিত্তিতে অর্থের এ পরিমাণ নির্ধারণ করা হয়েছে। যত দিন যুদ্ধ চলবে, অর্থের চাহিদা বাড়তেই থাকবে। তাই এ পরিমাণকে ন্যূনতম বিবেচনা করা উচিত।
ইউক্রেন সরকার, ইউরোপীয় কমিশন ও জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে এ প্রতিবেদন তৈরি করেছে বিশ্বব্যাংক। গত বছরের সেপ্টেম্বরে বিশ্বব্যাংকের অপর এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠনে ৩৪ হাজার ৯০০ কোটি (৩৪৯ বিলিয়ন) ডলার লাগবে।