ইউরোপে ভ্রমণকারী নাগরিকদের সতর্ক করল তুরস্ক

যুক্তরাষ্ট্র এবং ইউরোপে সম্ভাব্য ইসলামোফোবিক, জেনোফোবিক এবং বর্ণবাদী হামলার ব্যাপারে নিজ নাগরিকদের সতর্ক করেছে তুরস্ক। দুটি পৃথক ভ্রমণ পরামর্শে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সতর্কতা দিয়েছে। এর আগে শুক্রবার পশ্চিমা দেশগুলো তুরস্কে থাকা তাদের নাগরিকদের সম্ভাব্য সন্ত্রাসী হামলা সম্পর্কে সতর্ক করেছিল।

তুরস্কের সতর্ক বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোতে তুর্কি নাগরিকদের ওপর যেকোনো সময় জেনোফোবিক এবং বর্ণবাদী হয়রানি কিংবা হামলা হতে পারে। এ ব্যাপারে আগে থেকেই সতর্ক থাকতে হবে। যেসব এলাকায় তুর্কি বিরোধী ক্ষোভ বাড়তে পারে সেসব এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে সুইডেনে তুরস্কের বিরুদ্ধে বিক্ষোভ করেছিল পিকেকেপন্থী কিছু লোক। তারা তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কুশপুত্তলিকাও পোড়ায়। এর পর থেকে তুর্কি নাগরিকরা পুরো বিশ্বে যে যেখানে আছে, সতর্ক থাকতে বলা হয়েছে আঙ্কারার পক্ষ থেকে। আঙ্কারার দাবি, সুইডেনের পিকেকে সন্ত্রাসীরা নির্বিঘ্নে কাজ চালিয়ে যাচ্ছে, তাতে স্টকহোম বাধা দিচ্ছে না।

সুত্র: টিআরটি ওয়ার্ল্ড।