জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল ও কর্মী সম্মেলন আগামী ২৬ নভেম্বর ২০২৩ (রবিবার) বিকাল ৪ ঘটিকা ফোর্ড স্কয়ার মসজিদ কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে।
সভাপতিত্ব করবেন শায়খুল হাদীস মুফতি আব্দুল হান্নান
সভাপতি, ইউরোপ জমিয়ত।
ইউরোপ জমিয়তের মহাসচিব মুফতি মাওসুফ আহমদ জানান, উক্ত কর্মী সম্মেলনে বক্তব্য রাখবেন বরেণ্য শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং ইউরোপ জমিয়তের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
তিনি আগত কাউন্সিল ও কর্মী সম্মেলনকে সর্বাত্মক সফল করতে ইউরোপে অবস্থানকারী নেতাকর্মীর উপস্থিতি এবং বাংলাদেশ জমিয়তের সকলের নিকট দোয়া কামনা করেন৷