ইউরোপ জমিয়তের কাউন্সিল ও কর্মী সম্মেলন সম্পন্ন:

শায়খুল হাদীস মুফতি আব্দুল হান্নান সভাপতি ও মুফতি মাওসুফ আহমদ মহাসচিব পুননির্বাচিত।

গত ২৬ নভেম্বর রবিবার পূর্ব লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদের কনফারেন্স হলে বৃটেনের বিভিন্ন টাউন থেকে আসা বিপুল সংখ্যক জমিয়ত নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের ত্রি-বার্ষিক কাউন্সিল ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ এর সভাপতি শায়খুল হাদীস মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং মহাসচিব মুফতি মাওসুফ আহমদ ও ইউকে জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মামনুন মুহিউদ্দীন ও সহ সাধারণ সম্পাদক মুফতি বুরহান আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক কাউন্সিল ও কর্মী সম্মেলনের শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মনিরউদ্দিন।

জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের ত্রি- বার্ষিক প্রতিবেদন পেশ করেন ইউরোপ জমিয়তের মহাসচিব মুফতি মাওসুফ আহমদ। আর্থিক প্রতিবেদন পেশ করেন ট্রেজারার মাওলানা জসিম উদ্দীন। অনুষ্ঠানে উপস্থিত কাউন্সিলরগন মহাসচিব কর্তৃক পঠিত প্রতিবেদনের উপর সন্তুষ্টি প্রকাশ করেন।

ইউরোপ জমিয়তের কাউন্সিল ও কর্মী সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফাক্কিরে ইসলাম, মাওলানা শায়খ জিয়াউদ্দিন প্রেরিত বার্তায় বলেন চলমান বিশ্ব পরিস্থিতিতে মুসলিম উম্মাহ এক নাজুক সময় অতিক্রম করছে। এই কঠিন সময়ে ইউরোপ জমিয়তের কাউন্সিল ও কর্মী সম্মেলন অত্যন্ত তাৎপর্য বহন করে। তিনি ইউরোপ তথা বৃটেনের সকল আলেম-ওলামা এবং মুসলিম জনসাধারণকে উলামায়ে হক্কানীর নেতৃত্বে পরিচালিত ইউরোপ জমিয়তের হাত শক্তিশালী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মজলুম জননেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দী টেলিফোনিক বক্তব্যে ইউরোপ জমিয়তের কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে বলেন মুসলিম উম্মাহর দুর্দিনে ইউরোপ জমিয়তের আজকের কাউন্সিলের সফলতা কামনার পাশাপাশি নির্বাচিত নেতৃত্বের মাধ্যমে নব উদ্যোমে ইউরোপ তথা বৃটেনে জমিয়তের কার্যক্রম আরও শক্তিশালী ও বেগবান হবে।
এছাড়াও সম্মেলনে ইউরোপ জমিয়তের কেন্দ্রীয় ও বিভিন্ন শাখা সমূহের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে গাজায় অনতিবিলম্বে যুদ্ধ বন্ধের দাবির পাশাপাশি মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবার জন্য বিশ্ব মানবতা এবং মুসলিম রাষ্ট্রসমূহকে এগিয়ে আসার আহ্বান জানান। একইসাথে মুসলমানদের ঈমান আকিদা সংরক্ষণ এবং ইসলামের সুমহান আদর্শ এবং শান্তির বাণী ইউরোপের সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য জমিয়ত নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।
এছাড়াও নেতৃবৃন্দ বাংলাদেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার কতৃক হামলা-মামলা, দমন-পীড়ন ও নির্যাতন এবং রাজনৈতিক প্রতিহিংসা মূলক আচরণ বন্ধের পাশাপাশি আলেম ওলামা সহ বিরোধী দল সমূহের নেতাকর্মীদের ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারকৃতদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের আহবান জানান।

ইউরোপ জমিয়তের কাউন্সিল ও কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউরোপ জমিয়তের প্রধান উপদেষ্টা হাফিজ মাওলানা শামসুল হক, মাওলানা এখলাছুর রাহমান,জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি শায়খুল হাদীস মুফতি সাইফুল ইসলাম,মাওলানা আব্দুল গফফার, বৃটেনের সুনামধন্য আলেম ও মিডিয়া ব্যক্তিত্ব শায়খুল হাদিস মাওলানা আব্দুর রহমান মনোহরপুরী, ইউরোপ জমিয়তের সহ সভাপতি মুফতি জিল্লুল হক, মাওলানা শায়খ আব্দুল আজিজ সিদ্দিকী, মাওলানা সৈয়দ আশরাফ আলী, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা সৈয়দ মোশাররফ আলী, মাওলানা আব্দুর রব ফয়েজী, মাওলানা আব্দুল আজিজ ফারুকী, মাওলানা আবু তাহির ফারুকী,ইউকে জমিয়তের যুগ্ম মহাসচিব এখলাছুর রাহমান বালাগন্জী,মাওলানা আব্দুস সালাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা শেখ নুরে আলম হামিদী,হাফিজ মাওলানা সৈয়দ জুবায়ের আহমদ, রচডেল শাখার সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ জুনায়েদ আহমদ, লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা নাজিরুল ইসলাম, সহ সভাপতি মাওলানা মুফতি আব্দুল মালিক, মুফতি আজীম উদ্দিন,হাফিজ মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা কাওছার আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা এম সাইফুর রহমান,হাফিজ মাওলানা মাসুম আহমদ (সাহেবজাদায়ে শায়খে কৌড়িয়া রাহঃ) মাওলানা শামছুল হক ছাতকী,মাওলানা হোসাইন আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনাম উদ্দিন,যুব বিষয়ক সম্পাদক মাওলানা নাসির উদ্দীন আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনাম উদদীন, মাওলানা হাফিজ ইলিয়াস আলী, হাজী শাইস্তা মিয়া,হাজী ফজলুর রহমান,
সান্ডওয়েল শাখার সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল খালিক, সাধারণ সম্পাদক আলহাজ্ব জামীল বদরুল,যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন, গ্লোস্টার এন্ড উস্টার শাখার সভাপতি মাওলানা শাহ মাশুকুর রশিদ, নিউক্যাসল শাখা সভাপতি মাওলানা মখলিসুর রহমান চৌধুরী, লিডস শাখার সেক্রেটারী, হাজী মঈনুল ইসলাম,হাজী জিল্লু মিয়া,মাওলানা আহমদ আলী, ওল্ডহ্যাম শাখার সেক্রেটারী মাওলানা ছাদিকুর রহমান, সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম কামালী,মাওলানা গুলজার আহমদ চৌধুরী, মাওলানা শাহ উবায়দুর রহমান আবিদ, প্রেষ্টন শাখা সভাপতি মাওলানা জয়নাল আবেদিন, নিউহ্যাম শাখার সভাপতি মাওলানা হাফিজ মোশতাক আহমদ, মাওলানা আখলাক চৌধুরী, সহসাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার রব্বানী, হাফিজ ওয়ালিদুর রহমান, হ্যাকনি শাখার সভাপতি হাফিজ মাওলানা শফিকুল ইসলাম,সহ সভাপতি মাওলানা কামাল উদ্দীন জাফরী,হাজী জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা নাজমান হাসান, টাওয়ার হ্যামলেট শাখার সভাপতি মাওলানা রশিদ আহমদ নোমান, সেক্রেটারী মাওলানা আবু সুফিয়ান, মাওলানা হিলাল উদ্দিন,এমদাদুর রহমান রুম্মান, রচডেল শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ সুহাইল আহমদ, বার্মিংহাম শাখার সাধারণ সম্পাদক ব্যারিস্টার হাফিজ মাওলানা হাবিবুল্লাহ,মুফতি মাওলানা উবায়দুল্লাহ শামীম,মাওলানা মোহাম্মদ জাকারিয়া, মাওলানা আব্দুস সামাদ মুহিব, কারী সৈয়দ ইকবাল, হাজী নুরুল হক, হারুন রশীদ, হাজী শামসু মিয়া, ওয়ালসল শাখার সহ সভাপতি মাওলানা নোমান আহমদ, মাওলানা লুৎফর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুদ্দাসসির আনোয়ার, ইউকে জমিয়তের সহ সাহিত্য সম্পাদক মনসুর বিন সালেহ, লুঠন শাখার সাধারণ সম্পাদক মাওলানা নাবিল আহমদ, মাওলানা আব্দুস সাত্তার,মাওলানা রায়হান, মিল্টন কিংস শাখা সহ সভাপতি মাওলানা আব্দুল মতিন খন্দকার, সেক্রেটারী হাজী নুরুল হক, কেন্ট শাখা সভাপতি হাফিজ মাওলানা আসাদ আহমদ,সেক্রেটারী হাজী এনামুল হক, বেথনাল গ্রীন শাখার সভাপতি মাওলানা আব্দুল হান্নান, মাইলএন্ড শাখা সভাপতি মাওলানা শেখ কবির হাসান সিদ্দিকী সাদি, সেক্রেটারী মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা শিহাব উদ্দিন তালুকদার, মাওলানা সুলেমান,আকরাম হোসাইন,পপলার শাখার সহসভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীন, হাজী আবু সাঈদ চৌধুরী, সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী,মাকনুন মহি উদদীন, নজরুল ইসলাম, আবদুল কাদির জাফর, প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত এবং ইউরোপের বিভিন্ন দেশের কাউন্সিলর বৃন্দের গোপন ভোটের মাধ্যমে আগামী তিন বছরের জন্য জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ এর কেন্দ্রীয় সভাপতি শায়খুল হাদিস মুফতি আব্দুল হান্নান ও মহাসচিব মুফতি মাওসুফ আহমদ নির্বাচিত হন।

সম্মেলনের শেষে ফিলিস্তিনের গাজার মজলুম মুসলমান ও বাংলাদেশ সহ মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ হতে বৃটেন সফররত রেঙ্গা মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা ফখরুল ইসলাম মোগলাবাজারী