গাজীপুরের টঙ্গীতে ইজতেমা উপলক্ষে অস্থায়ী দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (১৪ জানুয়ারি) দুপুরে গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় আশরাফ সেতু শপিং কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। পরে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশরাফ সেতু শপিং কমপ্লেক্স ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে আমরা ব্যবসা করে আসছি। ইজতেমা উপলক্ষে অস্থায়ী দোকান বসলে আমাদের জন্য সমস্যা হয়। আমরা যারা স্থায়ী দোকান নিয়ে ব্যবসা করছি আমাদের ব্যবসায়িক ক্ষতি হবে। মালিক সমিতি কিছু টাকার বিনিময়ে আমাদের ক্ষতি করে মার্কেটের সামনে অস্থায়ী দোকান বসানোর চেষ্টা করছে।
তারা আরও বলেন, আমরা মালিকপক্ষের সাথে আলোচনা করার পর তারা জানায় কোনো অস্থায়ী দোকান বসতে দিবো না। তবুও বাহিরের কিছু লোকজন এসে আমাদের মার্কেটের সামনে দোকান বসাতে চাচ্ছে। আমরা চাই এ সমস্যার দ্রুত সমাধান করা হোক। সমস্যার দ্রুত সমাধান না হলে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান বলেন, মাকের্টের দোকানীদের সমস্যার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।