
বিশ্ব ইজতেমা মাঠের নিরাপত্তার স্বার্থে অনুমতি ব্যতিত আগামী ১৭ দিন ড্রোন উড়ানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা (সিটিএসবি)।
রোববার (২ ফেব্রুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে, বিশ্ব ইজতেমা মাঠে দেশি-বিদেশি ধর্মপ্রাণ মুসল্লীদের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ইজতেমা মাঠের চারপাশের ২ কিলোমিটারের মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার অনুমতি ব্যতিত ২ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ড্রোন উড়ানো বা ব্যবহার না করার জন্য বলা হয়েছে।
এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে।