ইজতেমা সফল করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিশ্ব ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিদ্যমান দুই গ্রুপ আলাদাভাবে দুই পর্বে ইজতেমা করছে। কাজেই নতুন করে ভুল বোঝাবুঝির কিছু নেই। আশা করি কোনো সমস্যা হবে না, উভয় গ্রুপই সুন্দরভাবে শেষ করবে। বিদেশি মেহমানদের জন্য বিগত বছরের তুলনায় এবার আরও সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে।

আজ শুক্রবার বিকেলে গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে আসন্ন ৫৬তম বিশ্ব ইজতেমার প্রস্তুতি পর্যালোচনা-সংক্রান্ত ফলোআপ সভায় তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তায় পুলিশ, র‌্যাব, আনসার থাকবে। পুলিশের সাইবার ইউনিট থাকবে। প্রয়োজনে বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হবে।