ইঞ্জিনে আগুন লেগে যাওয়ায় ৪৬৮ জন হজযাত্রীকে বহনকারী ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা গারুদার একটি ফ্লাইট জরুরি অবতরণে বাধ্য হয়েছে। বুধবার (১৫ মে) ইন্দোনেশিয়া থেকে সৌদি আরব যাওয়ার পথে এ ঘটনা ঘটে। খবর বার্নামার।
গারুদা জানায়, মদীনা উদ্দেশ্যে রওনা দেয়া বোয়িং ৭৪৭-৪০০ মডেলের একটি ফ্লাইট দুর্ঘটনায় পড়ে ইন্দোনেশিয়ার মাকাসার বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।এ ঘটনায় কেউ হতাহত হননি।
গারুদার প্রধান ইরফান সেতিয়াপুত্রা জানান, উড্ডয়নের সাথে সাথেই বিমানটির পাইলট ইঞ্জিনে আগুন লাগা টের পান এবং জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। নিরাপত্তা নিশ্চিত করতেই বিমানটি ফিরিয়ে আনা হয়।
দুর্ঘটনা কবলিত যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।