ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের ৬ষ্ঠ কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহত্তর মিরপুর-কেন্দ্রীক এই মাদরাসা শিক্ষাবোর্ড আয়োজিত এবারের পরীক্ষায় গড় পাশের হার: ৯৭.৬৭%।

রাজধানীর মিরপুরে আজ সোমবার (১০ মার্চ) বেলা তিনটায় ইত্তেফাক কার্যালয় জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবদুল কুদ্দুস সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন; পরে সভাপতির অনুমতিক্রমে তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ইত্তেফাক জানায়— এবার মিরপুরের ১৩টি পুরুষ ও ৬টি মহিলাকেন্দ্রে তিনটি মারহালা বা স্তরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। হিফজুল কুরআন ও নাযেরা বিভাগের পরীক্ষা ২৬-২৮ রজব; মুতাওয়াসসিতা-১ম বিভাগের পরীক্ষা ১-৮ শাবান অনুষ্ঠিত হয়। এতে  মোট ৩৩১০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্রসংখ্যা ছিল ২৭৮৮ জন, ছাত্রীসংখ্যা ৭২৫ জন।

পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছে ৩২৩৩ জন। এর মধ্যে স্টারমার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছে  ১৩২০ জন; প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৯৮৫ জন। ইত্তেফাকের অফিশিয়াল ফেসবুক পেজ ও সংশ্লিষ্ট মাদরাসায় পাওয়া যাবে ফলাফল। 

বোর্ডের সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন—  ‘ইত্তেফাক প্রতিষ্ঠার পর থেকে মিরপুরের মাদরাসাসমূহের পড়ালেখার মান অনেক বেড়েছে। মাদরাসাগুলোর মধ্যে প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে।’

অনুষ্ঠানে আগত দায়িত্বশীলদের শুকরিয়া আদায় করে বলেন, ‘ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া দিন দিন যেভাবে উন্নতি অগ্রগতি করছে, এ ধারা যেন অব্যাহত থাকে। যে সমস্ত মাদরাসা এখনো ইত্তেফাকভূক্ত হয়নি, সে ব্যাপারে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।’

পাশাপাশি পরীক্ষক, নিরীক্ষক, নেগরান, অফিসকর্মীসহ সংশ্লিষ্ট সকলের কৃতজ্ঞতা আদায় করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ইত্তেফাকের সহ-সভাপতি মাওলানা আবুল বাশার নোমানী, মহাসচিব মাওলানা লোকমান মাযহারী, মুফতি শহীদুল্লাহ্ কাসেমী, মুফতি হানিফ কাসেমী, মাওলানা ঈসা কাসেমী, মাওলানা আবদুস সালাম, মাওলানা আবদুল লতিফ ফারুকী, মাওলানা আবু হানিফ, মাওলানা আখতারুজ্জামান কাসেমী, মাওলানা নূর মুহাম্মদ কাসেমী, মাওলানা ইলিয়াস হাসান কাসেমী, মাওলানা ফখরুদ্দীন আল হুসাইনী, মাওলানা মাসউদুর রহমান প্রমুখ।