পাকিস্তানের ইসলামাবাদ শহর আদালতের বিচারককে হুমকির মামলায় ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার দেশটির একটি আদালত এমন রায় দেয়।
ইসলামাবাদ শহর আদালতের বেসামরিক বিচারক মালিক আমান আজকের শুনানি থেকে অব্যাহতি চেয়ে সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের আবেদন খারিজ করে এই রায় ঘোষণা করেন।
আদালত পিটিআই প্রধানকে ১৮ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশও দিয়েছে।
শুনানির সময় ইমরানের আইনজীবীরা তার জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা বহাল রাখার অনুরোধ করেছিলেন। কারণ তিনি নিরাপত্তার হুমকির সম্মুখীন ছিলেন।
পিটিআই প্রধানের আইনজীবী বলেছেন, “ইমরান খানের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ রয়েছে। তার জীবন ঝুঁকির মধ্যে। এ কারণে ইসলামাবাদ হাইকোর্টও তার কাছ থেকে নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে নোটিশ জারি করেছে।
এ সময় বিচারক বলেন, সরকারি আইনজীবীর পক্ষে এখনও কেউ হাজিরা দেয়নি, দেখা যাক তিনি কী বলেন।
পরে বেলা ১১টা পর্যন্ত মামলার শুনানি মুলতবি করে আদালত।
বিরতির পর সরকারি আইনজীবী রাজা রিজওয়ান আব্বাসি জজ মালিক আমানের আদালতে হাজির হন। তিনি ইমরান খানের আজকের উপস্থিতি থেকে অব্যাহতির আবেদনের বিরোধিতা করেন। তিনি বলেন, ইমরান অনুপস্থিত। এ কারণে তার জামিনযোগ্য পরোয়ানাটি অ-জামিনযোগ্য পরোয়ানাতে পরিবর্তন করা উচিত।