ইরাকের রাজধানী বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে বেশ কয়েকটি রকেট হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর ৪টার দিকে গ্রিন জোনের ভেতরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, জানা সম্ভব হয়নি। আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, রকেট হামলার সময় লোকজনকে সতর্ক করতে গ্রিন জোনের ভেতরে সাইরেন বেজে ওঠে।
এ বিষয়ে মার্কিন দূতাবাস এখন পর্যন্ত কোন তথ্য জানায়নি। দূতাবাসটির আকাশ প্রতিরক্ষা পদ্ধতি সক্রিয় হয়েছিল কিনা তাও পরিষ্কার নয়।
৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলে নজিরবিহীন আক্রমণ পরিচালনা করে। এর প্রতিশোধ নিতে সেই দিন থেকেই ইসরায়েল ফিলিস্তিনির গাজায় ভয়াবহ আক্রমণ শুরু করে। তাদের হামলায় গত দুই মাসে গাজায় ১৭ হাজারেও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
এ যুদ্ধে ইসরায়েলকে সব ধরনের সমর্থন দিচ্ছে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ইরাক ও প্রতিবেশী সিরিয়ায় মার্কিন সামরিক বাহিনী একের পর এক হামলার লক্ষ্য হচ্ছে। অক্টোবরের মাঝামাঝি থেকে এ পর্যন্ত মার্কিন বাহিনীর অবস্থাগুলোতে ৭০টিরও বেশি হামলা হয়েছে।
ইরাক ও সিরিয়ার ইরান সমর্থিত শিয়া মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলো এসব হামলার দায় স্বীকার করেছে। তবে সামরিক স্থাপনাগুলোতে হামলা হলেও এতোদিন মার্কিন কূটনৈতিক মিশনগুলোকে লক্ষ্যস্থল করা হয়নি।
মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।