পয়গাম ডেস্ক :
ইসরাইলি সেনাপ্রধান আভিভ কোচাভি বলেছেন, তার বাহিনী ইরানের পরমাণু লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালানোর প্রস্তুতিতে অগ্রগতি সম্পন্ন করেছে।
তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজে সোমবার বক্তৃতাকালে কোচাভি বলেন, ‘ইরানে একটি অভিযান চালানোর প্রস্তুতির পর্যায় নাটকীয়ভাবে উন্নত হয়েছে।’
তিনি বলেন, ‘সেনাবাহিনী যদি ইরানি পরমাণু কর্মসূচির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ পায়, তবে তারা কাজটি ভালোভাবে সম্পন্ন করতে পারবে।’
অন্য দিকে কোচাভি ব্যাখ্যা করে তিনি বলেন, ইরান হাজার হাজার শিয়া মিলিশিয়ার পাশাপাশি সিরিয়ায় শত শত ভূমি থেকে ভূমিকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে চেয়েছিল।
তিনি উল্লেখ করেন, ইরানি প্রেসিডেন্ট রোববার সিরিয়া সফর করার পরিকল্পনা করেছিলেন। তিনি সিরিয়া গেলে দেখতে পেতেন যে সেখানে অস্ত্র আছে খুবই সামান্য, ঘাঁটি আর বাহিনী আছে অনেক কম।
সূত্র : মিডলইস্ট মনিটর