ইসরায়েলে ইরানের হামলার প্রেক্ষিতে রোববার (১৪ এপ্রিল) জরুরী বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৪টায় এই বৈঠক শুরু হবে। ইরানের হামলার প্রতি নিন্দা জানানো এবং দেশটির বিপ্লবী গার্ড কোরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে ইসরায়েলের অনুরোধের প্রেক্ষিতে এই বৈঠকটি হতে যাচ্ছে। খবর রয়টার্সের।
শনিবার (১৩ এপ্রিল) জরুরী ভিত্তিতে বৈঠকে বসার জন্য নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টকে চিঠি দিয়েছিলেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জিলাদ এরদান। এক্সে প্রকাশিত এক পোস্টে তিনি বলেন, ইরানের হামলা বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য অনেক বড় হুমকি এবং আমি আশা করি নিরাপত্তা পরিষদ ইরানের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে।
ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখন্ডে সরাসরি হামলা চালিয়েছে ইরান। শনিবার প্রায় ৩০০টির মতো ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইরান থেকে ইসরায়েলে নিক্ষেপ করা হয়।
এদিকে, ইরানের হামলার বিরুদ্ধে ইসরায়েলকে সব ধরণের সহায়তা করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।