ইসরাইলি সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করুন: মুসলিম দেশগুলোর প্রতি ইরান

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গাজায় চলমান হামলার কথা তুলে ধরে মুসলিম দেশগুলোর প্রতি ইসরাইলি সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন।

সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার আরব ও মুসলিম নেতৃবৃন্দের সম্মেলনে রাইসি এ আহ্বান জানান।

তিনি বলেন, মুসলিম সরকারগুলোর উচিত দখলদার ও আগ্রাসনকারী সরকারের সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করা।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক হামলা চালানোর পর ইসরাইল গাজায় পাল্টা অভিযান শুরু করে। সে থেকে ইসরাইলের ভয়াবহ হামলা অব্যাহত থাকার প্রেক্ষাপটে আরবলীগ ও ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) জরুরি বৈঠকে বসে।

চলতি বছরের মার্চ মাসে ইরান ও সৌদি আরব সম্পর্ক পুনরুদ্ধারে সম্মত হওয়ার পর এ প্রথম রিয়াদ সফরে এলেন রাইসি।

তিনি সে সকল দেশের সাথে ইসরাইলের সম্পর্ক রয়েছে তা ছিন্ন করতে এবং ফিলিস্তিনিদের প্রতি আরো সমর্থন দেয়ার আহ্বান জানান।

রাইসি ইহুদিবাদি শাসনের বিরুদ্ধে বাণিজ্য বয়কট বিশেষ করে জ্বালানি ক্ষেত্রকে প্রাধান্য দেয়ারও আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, জায়নবাদী শাসনের যুদ্ধযন্ত্র এবং এর জ্বালানি উভয়ই আমেরিকানদের অন্তর্গত। নিঃসন্দেহে মার্কিন সরকার এই অপরাধের কমান্ডার এবং প্রধান সহযোগী।
সূত্র : এএফপি