ইসরাইলি হামলায় এক পরিবারের ৭৬ ফিলিস্তিনি নিহত

ইসরাইলের বিমান হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় এক পরিবারের ৭৬ সদস্য সহ ৯০ জন শহীদ হয়েছেন। ইসরাইল এই বিমান হামলাটি চালিয়েছে শুক্রবার এবং গতকাল এ বিষয়ে গণমাধ্যমে বিস্তারিত খবর এসেছে।

খবরে বলা হয়েছে, মধ্য গাজায় ইসরাইলি বিমানবাহিনীর হামলায় দুটি ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয় এবং সেখানে আল-মুগরাবি পরিবারের ৭৬ সদস্যসহ ৯০ জনের প্রাণহানি ঘটে। এরমধ্যে জাতিসঙ্ঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপিতে কর্মরত ইসাম আল-মুগরাবি, তার স্ত্রী এবং পাঁচ সন্তান রয়েছেন। ইসাম তিন দশক ধরে এ সংস্থায় কাজ করছিলেন।

গত ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজায় যে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে এই হামলাকে অন্যতম বড় প্রাণঘাতী হামলা বলে মনে করা হচ্ছে।

ইউএনডিপির পক্ষ থেকে একজন কর্মকর্তা এক বিবৃতিতে বলেছেন, ইসাম এবং তার পরিবারের সদস্যদের মৃত্যু আমাদের সামগ্রিক কর্মকাণ্ডে মারাত্মক প্রভাব ফেলেছে।

ওই কর্মকর্তা বলেন, ‘গাজার বেসামরিক নাগরিক এবং জাতিসঙ্ঘের অফিসগুলো কোনোভাবেই ইসরাইলের লক্ষ্যবস্তু হতে পারে না। অবশ্যই এই যুদ্ধ বন্ধ করতে হবে। ইসরাইলি হামলায় যে সমস্ত বেসামরিক মানুষ মারা যাচ্ছে তাদের শোক এবং দুর্দশা অন্যদের পক্ষে বহন করার মতো অবস্থা থাকছে না।’
সূত্র : ইউরো নিউজ