ইসরায়েলকে হামাসের পাল্টা হুঁশিয়ারি

পবিত্র রমজান মাসে জেরুজালেমে ফিলিস্তিনিদের বাড়িঘর উচ্ছেদ অব্যাহত রাখার পরিকল্পনা ঘোষণা করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। বিষয়টি ইসরায়েলের বিরুদ্ধে গণবিস্ফোরণ ঘটাবে বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। মিডল ইস্ট মনিটর এ কথা জানিয়েছে।

হামাসের প্রবাসী কার্যালয়ের সদস্য হিশাম কাসেম এক বিবৃতিতে বলেছেন, জেরুজালেমে বসবাসরত আমাদের ভাইয়েরা সেখানকার ভূমির ন্যায্য মালিক। তারা কখনো নিজেদের বাড়িঘর ইহুদীবাদীদের দখল করতে দেবে না।

তিনি বলেন, আমাদের রাজধানী জেরুজালেম শহর এবং সেখানে বসবাসরত আমাদের জনগণের বিরুদ্ধে সম্ভাব্য আগ্রাসনের জবাব দিতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও সহিংসতার বিরুদ্ধে আমাদের প্রতিরোধ হচ্ছে সুরক্ষা কবচ।

হিশাম কাসেম আরব ও মুসলিম জাতিগুলোর প্রতি ইসরায়েলের উচ্ছেদ পরিকল্পনার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।