ইসরায়েলি সহিংসতার নিন্দা জানাল ইইউ

পয়গাম ডেস্ক :

দখলকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি তরুণ নিহত হওয়ার পর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার দৃঢ়ভাবে নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ১২ ফেব্রুয়ারি, রোববার ফিলিস্তিনিদের জন্য ইইউর প্রতিনিধি দল টুইট বার্তায় এই নিন্দা জানিয়েছে। খবর দ্য নিউ আরব

গত শনিবার মেথকাল সুলেইমান রায়ান নামের ২৭ বছর বয়সী একজন ফিলিস্তিনিকে মাথায় গুলি করে হত্যা করেছে একজন ইসরায়েলি বসতি স্থাপনকারী। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সালফিট শহরের কাছে কারাওয়াত বানি হাসান গ্রামে নৃশংস এই হত্যার ঘটনা ঘটেছে।

এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনিদের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল টুইটারে লিখেছে, ‘বসতি স্থাপনকারীদের সহিংসতার আরও একটি শিকারের জন্য দুঃখ প্রকাশ করছি : মেথকাল রায়ান যিনি শনিবার নিহত হয়েছেন।’

টুইট বার্তায় আরও বলা হয়েছে, ‘ইইউ দৃঢ়ভাবে বসতি স্থাপনকারীদের সহিংসতার নিন্দা করে এবং বসতি স্থাপনকারীদের আক্রমণের ক্রমবর্ধমান সংখ্যা নিয়ে উদ্বিগ্ন। এ ধরনের বিবেকহীন সহিংসতা ইতোমধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলবে এবং এটি বন্ধ করতে হবে। এই ঘটনার একটি দ্রুত ও স্বচ্ছ তদন্ত প্রয়োজন এবং অপরাধীদের বিচারের আওতায় আনা উচিত।’

এদিকে রায়ানকে হত্যার দিন তিনজন বসতি স্থাপনকারী জেরিকোর কাছে ৭০ বছর বয়সী ফিলিস্তিনি রাখালকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।

ইসরায়েলি বসতি স্থাপনকারীরা গত মাসে জেরিকোর উত্তরে ইউরোপীয় পর্যটকদের একটি দলকেও টিয়ার গ্যাস এবং লাঠিসোটা ব্যবহার করে আক্রমণ করেছিল।

লন্ডন ভিত্তিক নিউজ ওয়েবসাইট দ্য নিউ আরবের তথ্য অনুসারে, চলতি বছর পশ্চিম তীর, পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনকারীরা ৪৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে।