ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আল জাজিরার ক্যামেরাম্যান সামির আবুদাকা নিহত হয়েছেন বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে। এ ঘটনায় প্রতিবেদক ওয়ায়েল দাহদু গুরুতর আহত হয়েছেন। তারা দুইজন জাতিসংঘের একটি স্কুলে ইসরায়েলি বোমা হামলার পরবর্তী পরিস্থিতি নিয়ে সংবাদ পরিবেশন করছিলেন।

মৃত্যুর আগে আবুদাকা’র অনেকক্ষন ধরে রক্তক্ষরণ হয়েছিলো।ইসরায়েলি বাহিনী তাকে চিকিৎসা নিতে বাধা দেওয়ায় অধিক রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের হিসাবমতে, গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধে এ পর্যন্ত মোট ৫৭ জন সাংবাদিক নিহত হয়েছেন।

হামলার ঘটনা বর্ণনা করতে গিয়ে সংবাদমাধ্যম আল গাদ’র প্রতিবেদক ইবরাহিম কানান জানান, এটি একটি ভয়ানক অপরাধ। প্রথমে একটি ক্ষেপণাস্ত্র আবুদাকাকে আঘাত করে। আঘাতপ্রাপ্ত হওয়ার পর তিনি ২০০ মিটারের মতো হামাগুড়ি দেন, কিন্তু তখনই ইসরায়েলি যুদ্ধজাহাজ তাকে আবারও আঘাত করে। এতে করে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায় এবং তিনি শহীদ হয়ে যান।

আল জাজিরার যাত্রা শুরু পর থেকে এ পর্যন্ত সংবাদমাধ্যমটির মোট ১৩ জন সাংবাদিক যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন।