ইসরায়েলে ‘হাই-অ্যালার্ট’ জারি

হামাসের শীর্ষ নেতা সালেহ আল আরোরিকে হত্যার পর সতর্কতা হিসেবে দেশটিতে হাই-অ্যালার্ট জারি করেছে সরকার।

মঙ্গলবার (২ জানুয়ারি) লেবাননের রাজধানী বৈরুতে ড্রোন হামলা চালিয়ে হামাসের এই শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে বলে জানানো হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে। এদিকে ওই হামলায় হামাসের আরও ৭ সদস্য নিহত হয়েছে বলে আলজাজিরা সংবাদমাধ্যম জানিয়েছে।

এদিকে চলমান ইসরায়েল-ফিলিস্তিন সহিংসতায় এ ঘটনা নতুনভাবে আক্রমণ পাল্টা আক্রমণের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে বলে আশংঙ্কা করা হচ্ছে।

লেবাননের মাটিতে হামাসের উপপ্রধানকে হত্যা করার পর দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পাল্টা হামলার আশঙ্কায় রয়েছে ইসরায়েল।
এরই অংশ হিসেবে সেনাদের যে কোনো পরিস্থিতির জন্য উচ্চ সতর্কতায় রাখা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। গত ২৪ ঘন্টায় হিজবুল্লাহ ১০টিরও বেশি হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।